মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

টিআইবি’র প্রতিবেদন

৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৪, ৪ নভেম্বর ২০২৫

৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জলবায়ু অর্থায়নের আওতায় বাস্তবায়িত ৮৯১টি প্রকল্পে অন্তত ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে—এমন  তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত “বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি)-এর বরাদ্দের ৫৪ শতাংশ অংশে দুর্নীতি হয়েছে।

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এই তহবিলের আওতায় মোট ৮৯১টি প্রকল্পে ২৪৮.৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ হাজার ১১০ কোটি টাকা আত্মসাৎ বা অপব্যবহার হয়েছে বলে উল্লেখ করা হয়।

গবেষণায় বলা হয়, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির যোগসাজশ, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা দুর্নীতির প্রধান কারণ।

বিসিসিটি তহবিল ব্যবস্থাপকরা অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

টিআইবি’র হিসাবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার ৫০০ মিলিয়ন ডলার প্রয়োজন।

কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে জাতীয় ও আন্তর্জাতিক উৎস মিলিয়ে বার্ষিক বরাদ্দ গড়ে ছিল মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার, যা মোট প্রয়োজনের শূন্য দশমিক ৭ শতাংশ মাত্র।

জাতীয় তহবিল থেকে বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ হারে কমছে, যদিও আন্তর্জাতিক উৎস থেকে অনুদান বেড়েছে ৪৩.৮ শতাংশ হারে—তবুও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,“বাংলাদেশের প্রতিবছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা পেয়েছি মাত্র ১.২ বিলিয়ন ডলার—যা অত্যন্ত নগণ্য। জাতীয় তহবিলের ৫৪ শতাংশ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সরাসরি জনগণের ক্ষতি ডেকে আনছে।”

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব না থাকলে দুর্নীতির এই ভয়াবহতা রোধ করা যেত।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা