মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

টিআইবি’র প্রতিবেদন

৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৪, ৪ নভেম্বর ২০২৫

৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জলবায়ু অর্থায়নের আওতায় বাস্তবায়িত ৮৯১টি প্রকল্পে অন্তত ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে—এমন  তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত “বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি)-এর বরাদ্দের ৫৪ শতাংশ অংশে দুর্নীতি হয়েছে।

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এই তহবিলের আওতায় মোট ৮৯১টি প্রকল্পে ২৪৮.৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ হাজার ১১০ কোটি টাকা আত্মসাৎ বা অপব্যবহার হয়েছে বলে উল্লেখ করা হয়।

গবেষণায় বলা হয়, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির যোগসাজশ, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা দুর্নীতির প্রধান কারণ।

বিসিসিটি তহবিল ব্যবস্থাপকরা অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

টিআইবি’র হিসাবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার ৫০০ মিলিয়ন ডলার প্রয়োজন।

কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে জাতীয় ও আন্তর্জাতিক উৎস মিলিয়ে বার্ষিক বরাদ্দ গড়ে ছিল মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার, যা মোট প্রয়োজনের শূন্য দশমিক ৭ শতাংশ মাত্র।

জাতীয় তহবিল থেকে বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ হারে কমছে, যদিও আন্তর্জাতিক উৎস থেকে অনুদান বেড়েছে ৪৩.৮ শতাংশ হারে—তবুও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,“বাংলাদেশের প্রতিবছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা পেয়েছি মাত্র ১.২ বিলিয়ন ডলার—যা অত্যন্ত নগণ্য। জাতীয় তহবিলের ৫৪ শতাংশ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সরাসরি জনগণের ক্ষতি ডেকে আনছে।”

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব না থাকলে দুর্নীতির এই ভয়াবহতা রোধ করা যেত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক
টিআইবি’র প্রতিবেদন : ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম
আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবে না
‘মেসি আমার চেয়ে ভালো? এটা আমি মানি না’ রোনালদো!
এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন