অধ্যাদেশ জারি
অনিয়ম হলে পুরো নির্বাচনি এলাকার ফল বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৪, ৪ নভেম্বর ২০২৫
						বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন অনিয়ম হলে নির্বাচন কমিশন (ইসি) পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিল করতে পারবে। এর আগে সর্বোচ্চ কোনো কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারতো ইসি।
নতুন এই বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে।
অধ্যাদেশের অনুচ্ছেদ ৯১ এ বলা হয়েছে, অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও জরিমানার বিধান রয়েছে।
আচরণবিধি লঙ্ঘনে নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি ইসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারও ব্যবস্থা নেওয়ার জন্য বিধান রয়েছে। হলফনামায় অসত্য তথ্য দিলে ইসিকে ভোটের পরেও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
