মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ সচিব বিলকিস জাহান রিমির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:১১, ৪ নভেম্বর ২০২৫

দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ সচিব বিলকিস জাহান রিমির

ছবি: সমাজকাল

নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও শৃঙ্খলার মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, `আমি শৃঙ্খলা পছন্দ করি। আশা করি, সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের অনলাইন সেবাগুলোর মানোন্নয়ন করতে হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সবাইকে একসাথে কাজ করতে হবে।‘

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতির বক্তব্যে সচিব বিলকিস জাহান রিমি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে অংশীজনদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। এতে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে এবং ফলপ্রসূ হবে।

তিনি আরও বলেন, `দেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশীয় জনশক্তি যেন অবদান রাখতে পারে, সে জন্য টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এতে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং রপ্তানি খাতও শক্তিশালী হবে।‘

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, যুগ্ম সচিব রায়না আহমদ, ড. মো. মনজুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, মো. জিল্লুর রহমান, বীথি দেবনাথসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার