‘প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে সক্ষম পুরুষই আমার পছন্দ’-মালাইকা অরোরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৪৭, ৪ নভেম্বর ২০২৫
মালাইকা অরোরা / ফাইল ছবি
বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই কিছু না কিছু আলোচনা সমালোচনা থাকেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কও ভেঙে গেছে। এবার ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে তার।
আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন আগেই। সম্পর্ক টেকেনি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা।
বলিউড পাড়ায় এখন নতুন কানাকানি শুরু হয়েছে; তিনি নাকি এখন হাঁটুর বয়সী এক যুবকের প্রেমে মজেছেন। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই ক্যামেরার লেন্সে বন্দি হয়েছে মালাইকার নতুন এই ঘনিষ্ঠ রসায়ন।
নেটিজেনদের ভাষ্য, মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম। কে সেই ব্যাক্তি! বর্তমানে মালাইকার নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হীরা ব্যবসায়ীর সঙ্গে।
তবে, পুরানো এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ আমার পছন্দ। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’
পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়।’
তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়েছিলদ্বিতীয় বিয়ে নিয়েও। প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে কি হবে, সেটা এখনই বলা যাবে না।’
