বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

অপহরণ ও হত্যাচেষ্টা: উখিয়ায় আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০০:১২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২২, ৫ নভেম্বর ২০২৫

অপহরণ ও হত্যাচেষ্টা: উখিয়ায় আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নুরুল আলম। ছবি: সমাজকাল

কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাসহ তিনজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল আলম স্থানীয় সাংবাদিক এম. শাহজালাল রানার ছোট বোনের স্বামী। এ ঘটনায় নুরুল আলম উখিয়া থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন—মোহাম্মদ কাশেম (৪৫), আমগাছতলা, রাজাপালং ইউনিয়ন; ইলিয়াস সওদাগর (৫৫), স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং কামাল উদ্দিন (৪৩), ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে নুরুল আলমকে আমগাছতলা এলাকার শ্বশুরবাড়ি থেকে অপহরণ করেন মোহাম্মদ কাশেমসহ কয়েকজন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইলিয়াস সওদাগরের বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।

অভিযোগে বলা হয়, সে সময় মোহাম্মদ কাশেম অণ্ডকোষে লাথি মেরে নুরুল আলমকে গুরুতর আহত করেন এবং অন্যরা পালাক্রমে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় নুরুলের চিৎকারে ইলিয়াস সওদাগর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এ ছাড়া অভিযুক্তরা নুরুল আলমের কাছ থেকে ঘর সংস্কারের জন্য রাখা ৭৫ হাজার ৫০০ টাকা এবং ১৪ হাজার টাকা দামের একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সমাজকালকে জানান, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) রিপন চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ দল নিয়ে বিপিএল শুরু ডিসেম্বরের মাঝামাঝি
ইসির বিজ্ঞপ্তি প্রকাশ; নিবন্ধন-প্রতীক পেল আরও ৩ রাজনৈতিক দল, এনসিপি পেল ‘শাপলা কলি’
‘প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে সক্ষম পুরুষই আমার পছন্দ’-মালাইকা অরোরা
নরফোক’র নতুন উদ্যেগ; প্রবীণদের জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা
’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক