মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

অপহরণ ও হত্যাচেষ্টা: উখিয়ায় আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০০:১২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২২, ৫ নভেম্বর ২০২৫

অপহরণ ও হত্যাচেষ্টা: উখিয়ায় আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নুরুল আলম। ছবি: সমাজকাল

কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাসহ তিনজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল আলম স্থানীয় সাংবাদিক এম. শাহজালাল রানার ছোট বোনের স্বামী। এ ঘটনায় নুরুল আলম উখিয়া থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন—মোহাম্মদ কাশেম (৪৫), আমগাছতলা, রাজাপালং ইউনিয়ন; ইলিয়াস সওদাগর (৫৫), স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং কামাল উদ্দিন (৪৩), ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে নুরুল আলমকে আমগাছতলা এলাকার শ্বশুরবাড়ি থেকে অপহরণ করেন মোহাম্মদ কাশেমসহ কয়েকজন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইলিয়াস সওদাগরের বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।

অভিযোগে বলা হয়, সে সময় মোহাম্মদ কাশেম অণ্ডকোষে লাথি মেরে নুরুল আলমকে গুরুতর আহত করেন এবং অন্যরা পালাক্রমে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় নুরুলের চিৎকারে ইলিয়াস সওদাগর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এ ছাড়া অভিযুক্তরা নুরুল আলমের কাছ থেকে ঘর সংস্কারের জন্য রাখা ৭৫ হাজার ৫০০ টাকা এবং ১৪ হাজার টাকা দামের একটি ভিভো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সমাজকালকে জানান, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) রিপন চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার