কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত
দর্শকদের ক্ষোভ, টাকা ফেরতের দাবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩০, ৪ নভেম্বর ২০২৫
মাধুরী দীক্ষিত। ছবি: ইনস্টাগ্রাম
বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিতের নাচ–গান মানেই দর্শকদের উচ্ছ্বাস। কিন্তু সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত তার একটি লাইভ শো ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিযোগ— “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তাও নায়িকার সংক্ষিপ্ত পারফরম্যান্স—এ কেমন আয়োজন?”
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানস্থলে দর্শকদের প্রবল ক্ষোভ। কেউ কেউ সরাসরি আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, “তিন ঘণ্টা বসিয়ে রাখার পর মাত্র কয়েক মিনিটের নাচে পুরো অনুষ্ঠান শেষ! এত মোটা টিকিটের দাম দিয়ে এমন ঠকবাজি কেন?”
দর্শকদের অনেকেই হতাশা প্রকাশ করে লিখেছেন, “এটা কোনো কনসার্ট নয়, এটা ছিল সময় ও টাকার অপচয়।” কেউ বলেছেন, “মাধুরীর মতো শিল্পীর কাছ থেকে এমন আচরণ আশা করিনি।” অনেকেই টিকিটের পুরো টাকা ফেরতের দাবিও তুলেছেন।
অভিযোগ উঠেছে, কানাডা কনসার্টের আয়োজকরা যথাযথ পরিকল্পনা ছাড়াই শো আয়োজন করেন, ফলে শুরুর সময় থেকে সমাপ্তি পর্যন্ত চলে বিশৃঙ্খলা। কেউ কেউ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজ্ঞাপনে বলা হয়েছিল মাধুরী লাইভ পারফর্ম করবেন, অথচ দেখা গেল কয়েক সেকেন্ডের নাচ আর মাঝেমধ্যে গল্প!”
উল্লেখ্য, মাস কয়েক আগে গায়িকা নেহা কক্করও কানাডায় শো করতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছিলেন। তার অনুষ্ঠানও মাঝপথে বন্ধ হয়ে যায়। সেই ঘটনার পর এবার মাধুরী দীক্ষিতকে ঘিরে নতুন বিতর্ক বলিউড জগতে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত মাধুরী দীক্ষিত বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
