মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত

দর্শকদের ক্ষোভ, টাকা ফেরতের দাবি

 বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:৩৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩০, ৪ নভেম্বর ২০২৫

দর্শকদের ক্ষোভ, টাকা ফেরতের দাবি

মাধুরী দীক্ষিত। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিতের নাচ–গান মানেই দর্শকদের উচ্ছ্বাস। কিন্তু সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত তার একটি লাইভ শো ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিযোগ— “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তাও নায়িকার সংক্ষিপ্ত পারফরম্যান্স—এ কেমন আয়োজন?”

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানস্থলে দর্শকদের প্রবল ক্ষোভ। কেউ কেউ সরাসরি আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, “তিন ঘণ্টা বসিয়ে রাখার পর মাত্র কয়েক মিনিটের নাচে পুরো অনুষ্ঠান শেষ! এত মোটা টিকিটের দাম দিয়ে এমন ঠকবাজি কেন?”

দর্শকদের অনেকেই হতাশা প্রকাশ করে লিখেছেন, “এটা কোনো কনসার্ট নয়, এটা ছিল সময় ও টাকার অপচয়।” কেউ বলেছেন, “মাধুরীর মতো শিল্পীর কাছ থেকে এমন আচরণ আশা করিনি।” অনেকেই টিকিটের পুরো টাকা ফেরতের দাবিও তুলেছেন।

অভিযোগ উঠেছে, কানাডা কনসার্টের আয়োজকরা যথাযথ পরিকল্পনা ছাড়াই শো আয়োজন করেন, ফলে শুরুর সময় থেকে সমাপ্তি পর্যন্ত চলে বিশৃঙ্খলা। কেউ কেউ আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজ্ঞাপনে বলা হয়েছিল মাধুরী লাইভ পারফর্ম করবেন, অথচ দেখা গেল কয়েক সেকেন্ডের নাচ আর মাঝেমধ্যে গল্প!”

উল্লেখ্য, মাস কয়েক আগে গায়িকা নেহা কক্করও কানাডায় শো করতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছিলেন। তার অনুষ্ঠানও মাঝপথে বন্ধ হয়ে যায়। সেই ঘটনার পর এবার মাধুরী দীক্ষিতকে ঘিরে নতুন বিতর্ক বলিউড জগতে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে এখনো পর্যন্ত মাধুরী দীক্ষিত বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার