মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

জোটগত কারণে প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে জামায়াত : আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৭, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪১, ৪ নভেম্বর ২০২৫

জোটগত কারণে প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে জামায়াত : আমির

ডা. শফিকুর রহমান। ছবি: সমাজকাল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে।

১৫ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওমরাহ শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন শফিকুর রহমান। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের দুইজন নায়েবে আমির ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।
 
এসময় জামায়াতের আমির বলেন, ‘বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তারা ২৩৭টি আসনে নাম ঘোষণা করেছে ও বলেছে এটি চূড়ান্ত নয়। পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই আঞ্চলিকভাবে প্রার্থী তালিকার প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয়ভাবে যথাসময়ে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব।’

শফিকুর রহমান জানান, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে তাদের প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে জামায়াত।

এ বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমরা একা নির্বাচনে যাচ্ছি না, অনেককে সঙ্গে নিয়ে কাজ করব দেশের ও জাতির স্বার্থে, তাই সবদিক বিবেচনা করেই সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে।’

এসময় প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার হলো ভোটের অধিকার। এবার সরকার সেই উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তবে সফটওয়্যারজনিত সমস্যার কারণে অনেক আগ্রহী প্রবাসী ভোটার হতে পারেননি।’

তিনি এ বিষয়ে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার