জোটগত কারণে প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে জামায়াত : আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৭, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪১, ৪ নভেম্বর ২০২৫
ডা. শফিকুর রহমান। ছবি: সমাজকাল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে।
১৫ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওমরাহ শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন শফিকুর রহমান। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের দুইজন নায়েবে আমির ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।
এসময় জামায়াতের আমির বলেন, ‘বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তারা ২৩৭টি আসনে নাম ঘোষণা করেছে ও বলেছে এটি চূড়ান্ত নয়। পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই আঞ্চলিকভাবে প্রার্থী তালিকার প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রীয়ভাবে যথাসময়ে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব।’
শফিকুর রহমান জানান, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে তাদের প্রার্থী তালিকা প্রকাশে সময় নিচ্ছে জামায়াত।
এ বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমরা একা নির্বাচনে যাচ্ছি না, অনেককে সঙ্গে নিয়ে কাজ করব দেশের ও জাতির স্বার্থে, তাই সবদিক বিবেচনা করেই সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে।’
এসময় প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার হলো ভোটের অধিকার। এবার সরকার সেই উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তবে সফটওয়্যারজনিত সমস্যার কারণে অনেক আগ্রহী প্রবাসী ভোটার হতে পারেননি।’
তিনি এ বিষয়ে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানান।
