নতুন রূপে সেলেসাও স্কোয়াড
নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:১৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২৮, ৪ নভেম্বর ২০২৫
ব্রাজিল জাতীয় ফুটবল দলের তালিকা। ছবি: টেলিগ্রাফি
চলতি মাসেই শেষ হচ্ছে ২০২৫ সালের ফিফা উইন্ডো। বছরের শেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার নতুন দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলোত্তি।
সর্বশেষ কয়েকটি ম্যাচের মতো এবারও জায়গা হয়নি দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। তবে স্কোয়াডে এসেছে দুটি বড় চমক—প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন লেফট ব্যাক লুসিয়ানো জুবা, আর তিন বছর পর ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহো।
পরিবারের সঙ্গে বসে টেলিভিশনে আনচেলোত্তির দল ঘোষণা দেখছিলেন জুবা। নিজের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি ও তার পরিবার। ২৬ বছর বয়সী বাহিয়া ক্লাবের ডিফেন্ডার জুবা এ মৌসুমে ২৮ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন, যা তাকে এনে দিয়েছে সেলেসাও জার্সি গায়ে চাপানোর সুযোগ।
তিন বছর পর ফাবিনহোর ফেরা
লিভারপুলের সাবেক মিডফিল্ডার ৩২ বছর বয়সী ফাবিনহো সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলে খেলেছিলেন। আনচেলোত্তির নতুন কৌশলগত পরিকল্পনায় ফের সুযোগ পেয়েছেন তিনি।
দলে ফিরেছেন ২০ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ভিতোর রকি, যিনি বার্সেলোনার হয়ে খেলেছেন এবং ২০২৩ সালে অভিষেকের পর এবার আবারও জায়গা পেয়েছেন স্কোয়াডে।
চোটের কারণে এবার দলে নেই বার্সেলোনার রাফিনহা, লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার ও আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি।
তাছাড়া বাদ পড়েছেন ডিফেন্ডার কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, বেরালদো, ভ্যান্ডারসন, মিডফিল্ডার জোয়েলিন্টন, হোয়াও গোমেস এবং ফরোয়ার্ড ইগর জেসুস।
নেইমারকে নিয়ে প্রশ্নে আনচেলোত্তি বলেন, “আমি এখনও নেইমারের সঙ্গে কথা বলিনি। আমরা অপেক্ষা করব, সে কখন পুরোপুরি সেরে উঠবে এবং মাঠে ফিরতে পারবে।
১৫ নভেম্বর: সেনেগালের বিপক্ষে ম্যাচ – এমিরেটস স্টেডিয়াম, লন্ডন
১৮ নভেম্বর: তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ – লিল, ফ্রান্স
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: বেন্তো, এডারসন মোরায়েস, হুগো সুজা
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইয়ো হেনরিক, এদের মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জুবা, মার্কিনহোস, পাউলো হেনরিক, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, ফাবিনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, ভিতোর রকি
