সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৩২, ৩ নভেম্বর ২০২৫

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে এসেছে বড় পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রথমে মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছিল ব্যবসায়ী ইসফাক আহসানকে।

তবে বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে রুবাবা দৌলাকে।

করপোরেট জগতের পরিচিত মুখ রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের দুই শীর্ষ টেলিকম অপারেটর—গ্রামীণফোন ও এয়ারটেলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ক্রীড়াঙ্গনের সঙ্গে রুবাবা দৌলার সম্পৃক্ততা নতুন নয়। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় রুবাবা দৌলা ছিলেন প্রতিষ্ঠানের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা। সেই সময়েই দেশের ক্রিকেটে স্পনসর হিসেবে গ্রামীণফোনের সক্রিয় ভূমিকার অন্যতম নেপথ্য কারিগর ছিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ছিল গ্রামীণফোন।

এছাড়া ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিসিবিতে রুবাবা দৌলাকে নারী ক্রিকেট উইংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা