শরীয়তপুরের তিন আসনে প্রার্থী চূড়ান্ত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৫১, ৩ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়।
যে তিনজন পেলেন শরীয়তপুরের মনোনয়ন
শরীয়তপুর-১ (পালং ও জাজিরা)
মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন।
শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর)
এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ। তিনি জেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ)
এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি তরুণ প্রজন্মের মধ্যে সক্রিয় রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত।
দলীয় সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতা যাচাই করে এই তিনজনকে শরীয়তপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুমোদনের পরপরই তারা নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা কার্যক্রম শুরু করবেন।
