সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২:৩৮, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৯, ২ নভেম্বর ২০২৫

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: ওয়েবসাইট

পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুই জেলার মধ্যে পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বছর চতুর্থবারের মতো বাস চলাচল বন্ধ হলো। এর আগে জানুয়ারিতে ৫ দিন, এপ্রিলে ৩ দিন ও আগস্টে ২ সপ্তাহ পাবনা-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। এবার বন্ধ হলো অনির্দিষ্টকালের জন্য।

পাবনা ও শাহজাদপুরের বাসমালিকদের মধ্যে রুট ও সময়সূচি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। রবিবার আবারও সেই বিরোধের জেরে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাসমালিকরা জানিয়েছেন, চলতি বছরেই অন্তত চারবার এই রুটে বাস চলাচল বন্ধ হয়েছে। গত সাত–আট বছরে এমন ঘটনা ঘটেছে প্রায় ত্রিশবার।

পাঁচ–ছয় দিন আগে পাবনার নগরবাড়ী বাসমালিক সমিতির সদস্যরা শাহজাদপুরের নবীনবরণ পরিবহনের একটি বাস আটকায়। এর প্রতিবাদে শাহজাদপুর সমিতি পাল্টা পদক্ষেপ নেয়।

গত শনিবার পাবনার দাশুড়িয়ায় নবীনবরণ পরিবহনের একটি বাস আটকে রাখার জেরে আজ সকাল থেকে দুইপক্ষই বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুরমুখী সব রুটের বাস বন্ধ। উভয় পক্ষের দুই শতাধিক বাস আজ সকাল থেকে রাস্তায় নামেনি।

বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাবনা থেকে বেড়া হয়ে ঢাকাগামী বেশিরভাগ বাস কাউন্টার বন্ধ। যেসব বাস চলছে, তারা কাজীরহাট ফেরিঘাট হয়ে বা নাটোরের বনপাড়া ঘুরে প্রায় ১০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিচ্ছে।

পাবনা এক্সপ্রেস পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মঞ্জুরুল হাসান বলেন, ‘শাহজাদপুর হয়ে যেতে না পারায় আমাদের বাসগুলো বিকল্প পথে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুই–ই বাড়ছে।’

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষ আলোচনায় বসলে সমাধান সম্ভব। এভাবে চলতে থাকলে যাত্রীদের দুর্ভোগ কমবে না।’

অন্যদিকে পাবনা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিন মোল্লা বলেন, ‘শাহজাদপুর সমিতি প্রায়ই ছোটখাট বিষয়েও বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা এর স্থায়ী সমাধান চাই।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা