সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

জকসু নির্বাচন

অমোচনীয় কালি না থাকলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: জবি ছাত্রদল

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০, ৩ নভেম্বর ২০২৫

অমোচনীয় কালি না থাকলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এ ছাড়া এমফিল শিক্ষার্থীদের ভোটাধিকার ও প্রার্থী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে ছাত্রদলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি।

রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর আচরণবিধিবিষয়ক এক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতারা এমন মন্তব্য করেন।

এসময় জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়ম হয়, তাহলে আমরা একচুল ছাড় দেব না। নির্বাচনের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে হবে। যদি নির্বাচন কমিশন অমোচনীয় কালি ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো—এসব তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। কারণ, আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির কথা ভুলিনি।”

জবি ছাত্রদল শাখার আহ্বায়ক মেহেদী হাসান অভিযোগ করেন, “কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার বা প্রার্থী হওয়ার সুযোগ না দিয়ে ছাত্রদলকে ‘মাইনাস’ করার মাস্টারপ্ল্যান করা হয়েছে। তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না—এই নিয়মের সুযোগ নিয়েই আমাদের বাদ দেওয়া হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সিন্ডিকেট সদস্য, জকসু ও হল সংসদ নির্বাচন কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, জবিতে দীর্ঘদিন পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৯ সালে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও প্রশাসনিক জটিলতায় তা স্থগিত হয়। এ বছর নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল