ঝটিকা মিছিল: রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৬, ৩ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী অংশ নেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল ও কর্মসূচি দেখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
