পুরান ঢাকায় প্রিজন ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪১, ৩ নভেম্বর ২০২৫
রাজধানী
রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার নাজিমউদ্দিন রোড বড় মসজিদ এলাকায় কারারক্ষীর প্রিজন ভ্যানের ধাক্কায় মো. সোহাগ (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী মো. আশরাফুল জানান, দুপুরে সোহাগ ঠেলাগাড়ি নিয়ে নাজিমউদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি প্রিজন ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।”
এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, নাজিমউদ্দিন রোডে যানজট ও সংকীর্ণ রাস্তা থাকা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই সড়কে নিয়মিত ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
