জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২২, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩০, ৩ নভেম্বর ২০২৫
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি। ছবি: সংগৃহীত
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাত করেছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজধানীতে তারা সমাধিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় নেতারা শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে ও দোয়া মোনাজাতে ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান, সহ-সভাপতি ডা. এরফানুলহ হক সিদ্দিক, সহ-সভাপতি ডা. শহীদুল হাসান বাবুল, কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, যুগ্ম-মহাসচিব ডা. শেখ ফরহাদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খাঁন, সহকারী রেজিস্ট্রার মোঃ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে নেতৃবৃন্দ অন্তবর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জোর দাবি জানান। একই সাথে আগামী দিনে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, উন্নত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
