সেই প্রিয়াঙ্কা শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫০, ৩ নভেম্বর ২০২৫
শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত
গত ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। পরবর্তিতে এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি, হারাতে চাকরি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই শেরপুর-১ আসন থেকেই ফের বিএনপির প্রার্থী হলেন ডা. প্রিয়াঙ্কা।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
