খালেদা জিয়া বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩ থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:১৪, ৩ নভেম্বর ২০২৫
						বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের একক প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে। প্রাথমিক তালিকায় ২৩৭টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩ আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, এটি দলের সম্ভাব্য তালিকা হলেও এতে কিছু পরিবর্তন আসতে পারে।
মির্জা ফখরুল বলেন—“এটা সম্ভাব্য তালিকা। ২২৫টি আসনে তালিকা করেছি আমরা। এরপরও এসব তালিকায় পরিবর্তন আসতে পারে। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে উপযুক্ত বা অ্যাপ্রোপিয়েট বলে ধরে নিতে হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা চূড়ান্ত করতে মাঠপর্যায়ের সংগঠনিক শক্তি, জনপ্রিয়তা ও পূর্ব অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বিএনপি।
প্রার্থীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় পর্যায়ের সিনিয়র নেতারা অগ্রাধিকার পেয়েছেন।
খালেদা জিয়া সর্বশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এরপর দীর্ঘ বিরতি শেষে এবারের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
