আ.লীগের ঘাঁটিতে কারা হলেন বিএনপির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০১, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২২, ৪ নভেম্বর ২০২৫
ডা. কে এম বাবর আলী, এস এম জিলানী, সেলিমুজ্জামান মোল্লা
ঐতিহাসিকভাবেই গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়। কিন্তু এবার দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে এবার এই জেলার বিভিন্ন আসনে অন্ততপক্ষে আওয়ামী লীগের সঙ্গে লড়তে হচ্ছে বিএনপি প্রার্থীদের।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে গোপালগঞ্জের তিনটি আসনও রয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীকে প্রার্থী করেছে বিএনপি।
গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানীকে প্রার্থী করেছে বিএনপি।
