মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমানকেই বেছে নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫৮, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৬, ৩ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমানকেই বেছে নিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের পদ স্থগিত হওয়া সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২ নভেম্বর) বিকেলে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ওই তালিকায় দেখা গেছে, কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।

বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করে বিএনপি।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান চরম দুর্দিনে ২০০৭ সালে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপিদলীয় প্রার্থী হিসেবে দুবার সংসদ নির্বাচনে অংশ নেন। অভিযোগ রয়েছে, এরপর রাষ্ট্রযন্ত্র ও প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন তিনি। এমনকি ওই আসনে তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সরকারের রোষানলে পড়ে রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হয়ে দীর্ঘ দিন দেশান্তরি থাকতে বাধ্য হন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা