ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা
যেসব আসনে লড়াই হবে নাহিদ–হাসনাত–নাসীরুদ্দিনদের সঙ্গে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭, ৪ নভেম্বর ২০২৫
						
									আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
বিএনপির প্রার্থীদের বিপরীতে এনসিপির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির প্রার্থীদের সঙ্গে বিভিন্ন আসনে লড়াইয়ে নামতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতা। এর মধ্যে-
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা)
বিএনপির প্রার্থী: এম এ কাইয়ুম
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
রংপুর-৪
বিএনপির প্রার্থী: মোহাম্মদ এনামুল হক ভরসা
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির সদস্যসচিব আখতার হোসেন
পঞ্চগড়-১
বিএনপির প্রার্থী: মোহাম্মদ নওশাদ জমির
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
কুমিল্লা-৪
বিএনপির প্রার্থী: মঞ্জুরুল আহসান মুন্সী
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
চাঁদপুর-৫
বিএনপির প্রার্থী: মো. মমিনুল হক
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
নোয়াখালী-৬
বিএনপির প্রার্থী: মাহবুবের রহমান শামীম
প্রতিদ্বন্দ্বী হতে পারেন: এনসিপির আব্দুল হান্নান মাসউদ, যিনি ইতিমধ্যে এলাকায় জনসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।
এসব আসনে বিএনপি ও এনসিপির প্রতিদ্বন্দ্বিতার ফলে রাজনৈতিক মেরুকরণ ও স্থানীয় প্রভাবের ভারসাম্য বদলাতে পারে। বিশেষ করে ঢাকা ও কুমিল্লা অঞ্চলে যুব ভোটারদের অংশগ্রহণে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
এদিকে, এনসিপির সূত্রে জানা গেছে—দলটি ইতোমধ্যে আরও কয়েকটি আসনে কৌশলগত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করছে।
