সংসদ কাঁপানো হারুন বিএনপির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৫৭, ৩ নভেম্বর ২০২৫
						বিএনপি নেতা হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের সময় একাদশ সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে খুবই আলোচিত ছিলেন বিএনপি নেতা হারুন অর রশিদ। সে সময় তিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ক্ষুরধার বক্তব্যে পার্লামেন্ট কেঁপে উঠত। বিএনপি এবারও তাকে মনোনয়ন দিয়েছে।
তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর আগে কয়েকবার তিনি এই আসন থেকে নির্বাচিত হন।
হারুন অর রশিদ বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। 
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
