খুলনার ছয় আসনের মধ্যে পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৮, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৫, ৪ নভেম্বর ২০২৫
						ছবি: সমাজকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা বিভাগের পাঁচটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
তবে খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি—দলীয় সূত্র জানিয়েছে, ওই আসনের প্রার্থী পরবর্তীতে জানানো হবে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির কারণে কিছু আসন আপাতত খালি রাখা হয়েছে।
খুলনার ঘোষিত ৫ আসনে বিএনপির প্রার্থীরা
খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
খুলনা-৫: আলী আসগার লবি
খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পি
খুলনা বিভাগ বিএনপির অন্যতম ঐতিহ্যবাহী রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েকটি নির্বাচনে দলীয় প্রার্থীরা এখানে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক চাপের মধ্যেও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন।দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা মনে করছেন, এইবার মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন কাজে লাগিয়ে খুলনা অঞ্চলে নতুন করে ভোটের সমীকরণ গড়া সম্ভব হবে।
 
