রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১, ৩ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা ড. ইউনূস, ছবি: প্রেস উইং
জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আসন্ন গণভোটের সময় নির্ধারণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ন্যস্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক সূত্রে জানা গেছে, জুলাই সনদে উল্লিখিত সংস্কার প্রক্রিয়াকে জনগণের অনুমোদন দিতে গণভোট আয়োজনের বিষয়ে আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এদিন আলোচনায় উঠে আসে সময় ও প্রক্রিয়া নির্ধারণের বিষয়টি, যা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মতৈক্যের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
একজন উপদেষ্টা বৈঠক শেষে জানান, “গণভোট শুধু সরকারের উদ্যোগ নয়, এটি জাতির অংশগ্রহণমূলক সিদ্ধান্তের প্রতীক হবে। তাই সময় নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলে উপদেষ্টা পরিষদ মনে করে।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “গণতান্ত্রিক চর্চা জোরদারে জনগণের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গণভোটের তারিখ নির্ধারণ হবে রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে, যাতে এটি জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটায়।”
সূত্র জানায়, বৈঠকে আরও আলোচনা হয় নির্বাচন প্রস্তুতি, গণমাধ্যমের স্বাধীনতা, স্থানীয় প্রশাসনের ভূমিকা, এবং নির্বাচনকালীন নিরাপত্তা কাঠামো নিয়ে।
উল্লেখ্য, জুলাই সনদে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন, দুর্নীতি প্রতিরোধ, এবং বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থার রূপরেখা দেওয়া হয়েছে। গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
