সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৮, ৩ নভেম্বর ২০২৫

সাবেক মুখ্যসচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক মুখ্যসচিব, বিশিষ্ট প্রশাসক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন,“ড. কামাল সিদ্দিকী ছিলেন প্রশাসন, উন্নয়নচিন্তা ও একাডেমিক গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সৎ, দূরদর্শী ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা, যিনি দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিকায়নের জন্য অনবরত কাজ করেছেন। একজন মুক্তিযোদ্ধা, গবেষক ও নীতিনির্ধারক হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রধান উপদেষ্টা স্মৃতিচারণ করে আরও বলেন,“ড. কামাল সিদ্দিকীর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। আমরা প্রায়ই দেশের ভবিষ্যৎ, প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতাম। তিনি ছিলেন নীতিবান, বিনয়ী ও দেশপ্রেমিক এক মানুষ। ব্যক্তিগতভাবে আমি একজন প্রিয় বন্ধু ও প্রজ্ঞাবান সহযাত্রীকে হারালাম।”

শোকবার্তায় প্রফেসর ইউনূস দুঃখ প্রকাশ করে বলেন,“দেশের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কারণে তাকে একাধিকবার দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে, অন্যায়ভাবে মামলার হয়রানিও সহ্য করতে হয়েছে। তবুও তিনি কখনও তাঁর নীতি, আদর্শ ও দেশপ্রেম থেকে বিচ্যুত হননি।”

তিনি আরও বলেন,“ড. সিদ্দিকী ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের এক কিংবদন্তি কর্মকর্তা। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে তিনি যে জীবনভর দায়িত্ব পালন করেছেন, তা তরুণ সরকারি কর্মকর্তাদের জন্য অনুকরণীয়।”

প্রধান উপদেষ্টা তাঁর বর্ণাঢ্য শিক্ষাজীবনের প্রসঙ্গ টেনে বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন—যা তাঁর অদম্য জ্ঞানস্পৃহার পরিচায়ক।”

তিনি আরও যোগ করেন,“গবেষক ও লেখক হিসেবে ড. সিদ্দিকীর তিন খণ্ডের আত্মজীবনী এবং নীতিনির্ধারণ ও সমাজবিজ্ঞানের ওপর তাঁর অসংখ্য বই বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের মূল্যবান দলিল হয়ে থাকবে।”

উল্লেখ্য, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির সদস্য ছিলেন (২০০৫–২০০৯)। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও তিনি ছিলেন সক্রিয়। সাম্প্রতিক সময়ে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছিলেন।

শেষে প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা