পঞ্চগড়-১
বাবার আসনে ছেলেকে প্রার্থী করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৪, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৮, ৩ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ আসনটি বিএনপির প্রবীণ নেতা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আসন হিসেবেই পরিচিত। এই আসন থেকে ৫ বার এমপি হয়েছেন তিনি।
বয়োঃবৃদ্ধ জমির বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সঙ্গে আছেন। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়। এই আসন থেকে জয়ী হয়ে তিনি এর আগে গণপূর্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হয়েছেন।
এবার সেই আসনে বিএনপি প্রার্থী করলো ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে। নওশাদ প্রথমবারের মতো বাবার আসনে ভোট করবেন।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল।
