মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

বগুড়ায় উচ্ছ্বাস-আনন্দ মিছিল

জিয়ার জন্মভূমি থেকে বেগম জিয়া ও তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৯, ৩ নভেম্বর ২০২৫

জিয়ার জন্মভূমি থেকে বেগম জিয়া ও তারেক রহমান

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান / ফাইল ছবি

বগুড়ার রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছে বিএনপির শীর্ষ দুই নেতা—চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে লড়বেন তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেগম খালেদা জিয়া—ধানের শীষ প্রতীকে।

জিয়াউর রহমানের জন্মভূমিতে জোড়া প্রার্থিতা, বগুড়ায় আনন্দমিছিল

বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে বরাবরই ঐতিহাসিক গুরুত্ব বহন করে আসছে, কারণ এ জেলা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। ১৯৯১ সাল থেকে বেগম জিয়া এই জেলার দুটি আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কখনো পরাজিত হননি।
এবার তাঁর সঙ্গে একই জেলার অন্য আসনে প্রার্থী হচ্ছেন তাঁর পুত্র তারেক রহমান—এ ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দমিছিল।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সোমবার বিকেলে এক আনন্দমিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বাদশা বলেন,“এই মনোনয়ন বগুড়াবাসীর জন্য এক অনন্য প্রাপ্তি। খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানিয়েছি। তিনি বগুড়ার জনগণের কাছে দোয়া ও ভোট চেয়েছেন।”

তিনি আরও জানান, বগুড়া থেকে এবার সবচেয়ে বেশি ভোটে জয়ী হবেন বেগম জিয়া ও তারেক রহমান, আর সেই লক্ষ্যেই মাঠে নেমেছে দলের সব স্তরের নেতাকর্মীরা।

বগুড়ায় এই জোড়া প্রার্থিতার পাশাপাশি জেলার অন্য আসনগুলোতেও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে—

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): কাজী রফিকুল ইসলাম
বগুড়া-২ (শিবগঞ্জ): প্রার্থী ঘোষণা স্থগিত
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া): আব্দুল মুহিত তালুকদার
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): আলহাজ্ব মোশারফ হোসেন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): গোলাম মো. সিরাজ

বিএনপির এই ঘোষণার পর জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। দলীয় সূত্র বলছে, বগুড়ার জনগণ ঐতিহ্যগতভাবে ধানের শীষের প্রতি অনুগত; এবার শীর্ষ দুই নেতার একসঙ্গে প্রার্থিতা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বগুড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সবচেয়ে নজরকাড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা