নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৭, ৩ নভেম্বর ২০২৫
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার। ছবি: হিন্দুস্তান টাইমস
শাহরুখ খানের জন্মদিনের (২ নভেম্বর) সকালে ‘কিং’-এর টিজারের অ্যানাউন্সমেন্ট নামিয়ে এনেছে ভক্তদের অপেক্ষার পারদ। অবশেষে প্রকাশ্যে এল সেই টিজার।
ভক্তরা অনুমান করেছিল যে, শাহরুখের জন্মদিনে প্রকাশ হতে পারে কিং টিজার। শেষমেশ তাদের অনুমানই সত্যি হল। প্রথমবার প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির ঝলকানি। সুপারস্টারকে দেখা গেল অ্যাকশন-প্যাকড আবহে। হাতে তাঁর তাস কার্ডের কিং!
টিজারটি সামাজিকমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘সারাদেশে বদনাম, কিন্তু গোটা দুনিয়ায় একটাই নাম—কিং।’

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ'র সঙ্গে সিনেমার অভিজ্ঞতা বেশ পুরানো খান সাহেবের। এর আগে ‘পাঠান’ ছবিতে সিদ্ধার্থ-শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছেন দর্শক। এবার নতুন রূপে ফিরবে সেই ম্যাজিক। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে এই নির্মাতা-অভিনেতা জুটির 'কিং'।
প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। এ ছাড়া ‘ডাঙ্কি’ দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। তারপর দু’বছর আর পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহকে। ফলে তাঁর নতুন ছবির জন্য অধীর আগ্রহে দিন গুনছেন ভক্তরা।
