উইনোনা রাইডার সম্পর্কে খোলামেলা মন্তব্য ডেভিড হারবারের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫০, ৩ নভেম্বর ২০২৫
'স্ট্রেঞ্জার থিংস’-এর জনপ্রিয় অভিনেতা ডেভিড হারবার সম্প্রতি সহ-অভিনেত্রী উইনোনা রাইডার সম্পর্কে খোলামেলা প্রশংসা করেছেন।
স্পেনের এসকোয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যেসব মানুষ অভিনয়ের মাধ্যমে আমাদের বিশ্বাস করাতে পারেন, যাদের দেখে আমরা কল্পনার জগতে প্রেমে পড়ে যাই—তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। উইনোনা এমনই একজন অসাধারণ শিল্পী।”
বর্তমানে গায়িকা লিলি অ্যালেনের সঙ্গে ডেভিড হারবারের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। সেই সময়েও স্ট্রেঞ্জার থিংস সহ-অভিনেত্রী উইনোনা রাইডার তার দৃঢ় সমর্থক হিসেবে পাশে আছেন।
তাদের একজন ঘনিষ্ঠ সূত্র দ্য সান পত্রিকাকে জানিয়েছে, “উইনোনা ডেভিডের পাশে আছেন এবং পরের মাসে যখন তারা সিরিজের শেষ পর্বগুলোর প্রচারণা শুরু করবেন, তখনও তিনি তাকে সমর্থন দেবেন। তিনি বিচারপ্রবণ নন, বরং খুব সহানুভূতিশীল।”
ডেভিড হারবার আরও বলেন, “উইনোনা এত গভীর আবেগপ্রবণ একজন মানুষ, যা আমি কখনোই হতে পারব না। তার অনুভূতির গভীরতা আর সহমর্মিতার পরিধি সত্যিই অসাধারণ। তিনি এক বিস্ময়কর মানুষ।”
উল্লেখ্য, নেটফ্লিক্সের বিশ্বব্যাপী জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এ ডেভিড হারবার অভিনয় করছেন পুলিশ প্রধান হপার চরিত্রে, আর উইনোনা রাইডার রয়েছেন জয়েস বায়ার্স চরিত্রে। সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজন প্রচারিত হবে আগামী বছর, যার প্রচারণায় দুজনকেই একসঙ্গে দেখা যাবে বলে জানা গেছে।
