ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশেদ খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬, ৩ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যেন কোনো রাজনৈতিক দলের হাতিয়ার না হয়—এই আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত উভয় দলেরই ভুল আছে, ভুল থাকা স্বাভাবিক। কিন্তু ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে ‘সংস্কারবিরোধী’ বলা ঠিক নয়। ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ করতে হবে।”
তিনি প্রশ্ন তোলেন, “আজকে বিএনপির করেছে, আগামীকাল জামায়াতের কোনো অপরাধের সমালোচনা করতে পারবে? যদি ডাকসু সার্বজনীন প্ল্যাটফর্ম হতে চায়, তাহলে জানতে চাই—জামায়াতের কয়টি সমালোচনা ডাকসু করেছে?”
রাশেদ খান আরও বলেন, “কে কোন পদে আছে, কোন আদর্শের—সেটা ভুলে গিয়ে গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। নতুবা একপাক্ষিক ও এককেন্দ্রিক লেজুড়বৃত্তির কারণে যে দ্বন্দ্ব-সংঘর্ষ সৃষ্টি হবে, তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”
তিনি উল্লেখ করেন, বিএনপিসহ প্রায় ৪৩টি দল শেখ হাসিনার আমলে সংস্কারের ৩১ দফা দিয়েছিল। তখন জামায়াতের কোনো সংস্কারের দফা ছিল না। “আমি ধরে নিলাম, ওই ৩১ দফায় আপনার সব চিন্তার সংস্কার কাভার করেনি, কিন্তু জামায়াতের তো তখন একটাও সংস্কারের দফা ছিল না। এখন প্রশ্ন হলো—কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি নিয়োগ ভাগাভাগি করেছেন?”
