লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪১, ৩ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ / ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জরুরি ডাকে লন্ডনে গেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই তাকে লন্ডনে ডেকে পাঠান। তবে, এই সফরের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, বিএনপির আসন্ন রাজনৈতিক কর্মসূচি, বিদেশে দলের সাংগঠনিক যোগাযোগ এবং নেতৃত্ব পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
বিষয়টি জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “উনি এখন দেশের বাইরে আছেন। ঠিক কোন দেশে গেছেন, তা আমি নিশ্চিত নই।”
দলের অন্য একটি সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির কয়েকজন নেতার সঙ্গেও তিনি লন্ডনে বৈঠক করতে পারেন। বিএনপি সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন রাজনৈতিক অচলাবস্থা মোকাবিলা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া জোরদারের কৌশল নিয়েই মূলত এই সফর।
