ময়মনসিংহে ২ আসন স্থগিত রেখে ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশ: ২২:৪৪, ৩ নভেম্বর ২০২৫
						বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সমাজকাল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
তবে স্থগিত হওয়া আসন দুটি—ময়মনসিংহ-৪ (সদর) ও ময়মনসিংহ-৯ (গফরগাঁও)—এমন সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অন্যদিকে বাকি আসনগুলোতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি উৎসবে মুখর হয়ে উঠেছে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ময়মনসিংহের ৯টি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন—
- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): সৈয়দ এমরান সালেহ প্রিন্স (যুগ্ম মহাসচিব, বিএনপি)
 - ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): মোতাহার হোসেন তালুকদার
 - ময়মনসিংহ-৩ (গৌরীপুর): ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন
 - ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): জাকির হোসেন বাবলু
 - ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): আখতারুল আলম ফারুক
 - ময়মনসিংহ-৭ (ত্রিশাল): ডা. মাহবুবুর রহমান লিটন
 - ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু
 - ময়মনসিংহ-৯ (নান্দাইল): ইয়াসের খান চৌধুরী
 - ময়মনসিংহ-১১ (ভালুকা): ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু
 
স্থগিত আসন: সদর ও গফরগাঁওয়ে অনিশ্চয়তা
স্থগিত রাখা হয়েছে ময়মনসিংহ-৪ (সদর) এবং ময়মনসিংহ-৯ (গফরগাঁও) আসন।
সদর আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যিনি ২০১৮ সালের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জাতীয় আলোচনায় আসেন।
এছাড়া একই আসনে দলীয় সাক্ষাৎকারে অংশ নেন জেলা যুবদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান।
তবে জানা গেছে, দলের অভ্যন্তরীণ নীতিগত কারণে সদর আসনের চূড়ান্ত ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।
আবু ওয়াহাব আকন্দ বলেন,“আমার নাম তালিকায় রয়েছে, তবে চূড়ান্ত ঘোষণা দলীয় কৌশলগত কারণে স্থগিত রাখা হয়েছে। আমি আশাবাদী—আন্দোলন-সংগ্রামে আমার অবদান দল মূল্যায়ন করবে।”
অন্যদিকে গফরগাঁও আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, অ্যাডভোকেট ফাত্তাহ খান, এবি সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজন নেতা। তবে এখনও কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
মনোনয়ন ঘোষণার পর মক্কায় ওমরাহ পালনরত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভিডিও বার্তায় বলেন—“দলীয় সিদ্ধান্তে কোনো ধরনের আনন্দ মিছিল নয়। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত থাকুন।”এদিকে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হলেও, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বিক্ষোভকারীরা সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দেন এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস হুঁশিয়ারি দিয়ে বলেন—“অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থী বদল করা না হলে লাগাতার আন্দোলন ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”
