আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:০০, ৩ নভেম্বর ২০২৫
উত্তর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং দেড়শর বেশি মানুষ আহত হয়েছেন।
রবিবার গভীর রাতে মাজার-ই-শরিফ শহরের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে।
সামানগান প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ১৫০ জন আহত ও সাতজন নিহতের খবর পাওয়া গেছে। আহতদের বেশিরভাগই মাজার-ই-শরিফ ও সামানগানের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ভূমিকম্পের পর ইউএসজিএস জানায়, এ ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পরে প্রকাশ করা হবে।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি যায়েদ জানিয়েছেন, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের গভীরে হঠাৎ প্রবল কম্পনে ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কে শহরের হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়ে আসে। অনেকে রাত কাটায় খোলা আকাশের নিচে।
বিশেষজ্ঞদের মতে, ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে আফগানিস্তানে ভূমিকম্পের প্রবণতা বেশি। নাজুক অবকাঠামো, দুর্বল নির্মাণপ্রক্রিয়া ও দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিক অবস্থার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এবং ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়।
