মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ বেড়ে ৪৫ শতাংশ

নতুন ইসলামোফোবিয়া সংজ্ঞা গ্রহণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৫, ৩ নভেম্বর ২০২৫

নতুন ইসলামোফোবিয়া সংজ্ঞা গ্রহণের আহ্বান

বিশ্ব, যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ বা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ ভয়াবহভাবে বেড়েছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ইংল্যান্ড ও ওয়েলসে সংঘটিত ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ৪৫ শতাংশই মুসলমানদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে। গত এক বছরে এ অপরাধের হার বেড়েছে প্রায় ১৯ শতাংশ, যা ২০২৩ সালের তুলনায় ৯২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি নির্দেশ করে।

এমন পরিস্থিতিতে ৪০ জন ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) দেশটির আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী স্টিভ রিডকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন, যেন সরকার দ্রুত নতুন ‘ইসলামোফোবিয়া সংজ্ঞা’ গ্রহণ করে। তারা মনে করেন, এটি ইসলামবিদ্বেষ রোধে একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হতে পারে।

নতুন সংজ্ঞা প্রস্তাব ও এর তাৎপর্য

চিঠিটি আসে এমন এক সময়, যখন সংসদীয়ভাবে গঠিত একটি স্বতন্ত্র ওয়ার্কিং গ্রুপ তাদের নতুন ইসলামোফোবিয়া সংজ্ঞা তৈরির কাজ সম্পন্ন করেছে।

ওই গ্রুপের নেতৃত্ব দেন সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ । সদস্যদের মধ্যে ছিলেন ব্রিটিশ মুসলিম নেটওয়ার্কের সহসভাপতি আকিলা আহমেদ এবং হাউস অব লর্ডসের সদস্য শাইস্তা গোহির ।

গ্রুপটি জানিয়েছে, ইসলামবিদ্বেষ বলতে শুধু ঘৃণামূলক আচরণ নয়, বরং “মুসলমান বা মুসলমান হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রতি অবমাননাকর মনোভাব, বৈষম্য, বৈরিতা বা হিংসা” বোঝায়।

 

সরকার ও সংসদে প্রতিক্রিয়া

লেবার পার্টির এমপি আফজাল খান —যিনি মূল চিঠির রচয়িতা—দ্য গার্ডিয়ান-কে বলেন,“যুক্তরাজ্যে মুসলমানদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ধর্মীয় ঘৃণাজনিত অপরাধ রেকর্ড করা হয়। গত এক বছরে মনোভাবের এক আগ্রাসী পরিবর্তন ঘটেছে—এখনই সরকারকে পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের এমন একটি শক্তিশালী সংজ্ঞা প্রয়োজন যা মানুষকে সুরক্ষা দেবে, আবার একই সঙ্গে বাকস্বাধীনতাও রক্ষা করবে।”

অন্যদিকে, সরকার বলেছে তারা ওয়ার্কিং গ্রুপের সুপারিশগুলো পর্যালোচনা করছে এবং “উপযুক্ত সময়ে” আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।

ইসলামোফোবিয়া অ্যাওয়ারনেস মান্থে প্রত্যাশিত সিদ্ধান্ত

এমপিরা চিঠিতে অনুরোধ করেছেন, নভেম্বর মাসে—ইসলামোফোবিয়া অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে— সরকার যেন নতুন সংজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। তাদের মতে, এতে মুসলমানদের প্রতি ক্রমবর্ধমান ঘৃণার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে এবং সমাজে সহনশীলতা বাড়বে।

এর আগে ২০১৯ সালে লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটরা একটি পৃথক সংজ্ঞা গ্রহণ করেছিল, যেখানে বলা হয়, “ইসলামোফোবিয়া হলো এমন এক ধরনের বর্ণবাদ যা মুসলমানত্বের প্রকাশ বা অনুমিত মুসলমানত্বকে লক্ষ্য করে।”

তবে তৎকালীন কনজারভেটিভ সরকার সেটি “অগ্রহণযোগ্যভাবে সীমিত” বলে প্রত্যাখ্যান করে এবং বিকল্প সংজ্ঞার প্রয়োজনীয়তা জানায়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা