সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩২, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৪, ৩ নভেম্বর ২০২৫
হাস্যোজ্জল কেলসি গ্রামার ও কেট ওয়াশ। ছবি: সংগৃহীত
৭০ বছর বয়সে বাবা হয়ে আলোচিত হয়েছেন মার্কিন অভিনেতা কেলসি গ্রামার। চতুর্থ স্ত্রী কেট ওয়াশের গর্ভে এক পুত্রসন্তানের বাবা হলেন ‘গোল্ডেন গ্লোব’ জয়ী এই মার্কিন অভিনেতা। নবজাতকের নাম রাখা হয়েছে ক্রিস্টোফার। এখন আট সন্তানের জনক হলেন তিনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দিত কেলসি গ্রামার-কেট দম্পতি। তাদের এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
দিন কয়েক আগে ‘পড মিটস ওয়ার্ল্ড’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন কেলসি গ্রামার। আলাপচারিতা একপর্যায়ে ‘ফ্রেইজা’ তারকা বলেন, 'আমরা আমাদের চতুর্থ সন্তানকে পেয়েছি। ক্রিস্টোফার আমাদের পরিবারে সদ্য যোগ দিয়েছে। এখন আমাদের মোট আট সন্তান।'
কেলসির এই খবরে পুরো হলিউড পাড়া জুড়ে এখন আলোচনায় মুখর। অনেকেই সামাজিক মাধ্যমে মজা করে লিখেছেন, ‘কেলসি অভিনয়ে যেমন চমক দেখান জীবনের প্রতিটি অধ্যায়েও তেমনই অবাক করেন।’
২০১১ সালে কেলসি গ্রামার ও কেট ওয়াশের দাম্পত্য জীবন শুরু হয়। তাদের আরও তিন সন্তান রয়েছে ফেইথ (১২), গ্যাব্রিয়েল (১০) এবং জেমস (৮)। এর আগে অভিনেতা তিনটি বিয়ে করেছিলেন।
১৯৮২ সালে প্রথম বিয়ে ডোরিন অল্ডারম্যানের সঙ্গে। সেখানে ১৯৮৩ সালে তার কন্যা স্পেন্সার'র জন্ম। দ্বিতীয় স্ত্রী অভিনেতার বান্ধবী ব্যারি বাকনারের ঘরে ১৯৯২ সালে গ্রিয়ার এবং ১৯৯৭ সালে মডেল-অভিনেত্রী ক্যামিল গ্রামারকে বিয়ে করেন কেলসি। ক্যামিল ডোনাটাচির সংসারে আছে দুই সন্তান ম্যাসন এবং জুড। ২০১০ সালে এ সংসারও ভেঙে যায়। তৃতীয় সংসার ভাঙার এক বছর পর কেট ওয়াশকে বিয়ে করেন এই অভিনেতা।
১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেন্ট থমাসে জন্ম কেলসি'র। আশির দশকের শুরুতে অভিনয় জগতে পা রাখেন তিনি। টেলিভিশন সিরিজ ফ্রেজারের ডা. ফ্রেজিয়ার ক্রেন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
ছয়টি এমি অ্যাওয়ার্ড, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং প্রযোজক হিসেবে একটি টনি অ্যাওয়ার্ড পেয়েছেন তার দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে।
সত্তর বছর বয়সে নতুন করে পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন কেলসি। বয়সকে হার মানানো এই তারকার জীবন যেন প্রমাণ করছে স্বপ্ন দেখতে ও নতুন অধ্যায় শুরু করতে বয়স কোনো বাধাই নয়।
