হ্যালোউইনে বক্স অফিসে চমক: শীর্ষে ‘রিগ্রেটিং ইউ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫৪, ৩ নভেম্বর ২০২৫
হ্যালোউইনের উৎসবমুখর সপ্তাহান্তে হলিউড বক্স অফিসে চমক দেখিয়েছে কোলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র রিগ্রেটিং ইউ । প্রত্যাশার বাইরে পারফর্ম করে ছবিটি উঠে এসেছে শীর্ষ স্থানে।
চলচ্চিত্রটি মুক্তি পায় ২৩ অক্টোবর। তবে উৎসবের এক সপ্তাহের মধ্যে (হ্যালোউইন উইকএন্ড) এটি আয় করে প্রায় ৮.১ মিলিয়ন মার্কিন ডলার, আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন ডলার—যা নির্মাণ ব্যয় (৩০ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।
‘ইট এন্ডস উইথ আস’-এর ছায়া নয়, সম্পূর্ণ আলাদা গল্প। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তরুণ তারকা ম্যাককেনা গ্রেস ও মেসন থেমস। এন্টারটেইনমেন্ট উইকলি কে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, রিগ্রেটিং ইউ একেবারেই আলাদা প্রকল্প—এর গল্প, আবেগ ও প্রেক্ষাপট সবই নতুন।
১৮ বছর বয়সী ম্যাককেনা বলেন,“এটি সম্পূর্ণ আলাদা এক জগতের গল্প। আমরা কোনো বিতর্ক বা তুলনায় না গিয়ে শুধুই ভালো একটি সিনেমা বানানোর চেষ্টা করেছি।”
সহ-অভিনেতা মেসন থেমস বলেন,“আমরা অন্য কিছু ভেবে নয়, কেবল গল্পের প্রতি বিশ্বস্ত থেকে কাজ করেছি। এটা আলাদা, পরিপূর্ণ ও হৃদয়স্পর্শী।”
উল্লেখ্য, কোলিন হুভারের আগের উপন্যাস ইট এন্ডস উইথ আস-এর চলচ্চিত্র রূপান্তর নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই ছবির নায়িকা ব্লেক লাইভলি পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন।
তবে রিগ্রেটিং ইউ কোনো বিতর্ক ছাড়াই এগিয়ে যাচ্ছে—দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়ে নিয়েছে গল্পের সংবেদনশীলতা ও অভিনয়শৈলীর জন্য।
সমালোচকরা বলছেন, এই চলচ্চিত্রের সাফল্য প্রমাণ করে—সাহিত্যভিত্তিক গল্প এখনো বক্স অফিসে দর্শক টানতে সক্ষম, যদি সেটি আন্তরিকভাবে বলা হয়।
