সূচক বেড়ে লেনদেন এগোচ্ছে পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫, ৩ নভেম্বর ২০২৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ইতিবাচক ধারা বজায় রেখেছে দেশের পুঁজিবাজার। সোমবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১২১ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১,০৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১,৯৮২ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটে। দাম বেড়েছে ১৬৯টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট পোর্ট অ্যালায়েন্স, ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, সিমটেক ইন্ডাস্ট্রি, মনোস্পুল পেপার, সোনালি আঁশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, খান ব্রাদার্স ও সোনালি পেপার।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বেড়েছিল ২ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে তা বেড়ে হয় ৬ পয়েন্ট, যা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৩১৭ পয়েন্টে। এখানেও সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সিএসইতে এ সময় লেনদেন হয় ২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটে। এর মধ্যে ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৩টির কমেছে এবং ৬টি অপরিবর্তিত রয়েছে।
