আরও ৫ মৃত্যু
ডেঙ্গু রোগী ৭২ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫০, ৩ নভেম্বর ২০২৫
ডেঙ্গু রোগী। ছবি: সংগৃহীত
দেশে এবছর ডেঙ্গু রোগী ৭২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৭ জন। এ নিয়ে এবছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৮২২ জন।
বছরের মোট ভর্তি রোগীর মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে গত অক্টোবর মাসে ২২ হাজার ৫২০ জন। এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, জুনে ৫৯৫১ জন, মে মাসে ১৭৭৩ জন, জানুয়ারিতে ১১৬১ জন, এপ্রিলে ৭০১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন ও সর্বনিম্ন মার্চে ৩৩৬ জন ভর্তি হয়। চলতি নভেম্বরে আজ সোমবার পর্যন্ত ২ হাজার ৯৬০ জন রোগী ভর্তি হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে।
বছরের মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ মারা গেছে অক্টোবরে ৮০ জন। এরপর সেপ্টেম্বরে ৭৬ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে নিচন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি। চলতি নভেম্বরে গত তিনদিনে ১০ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৪ জন, ঢাকা বিভাগে ২৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছে।
২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ও একজন রাজশাহী বিভাগে চিকিৎসা নিচ্ছিল।
এই সময়ে এক হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, এবছর দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০০০ সালে ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৯৩ জন। এরপর থেকে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকে।
এমনকি ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার নেয়। সে বছর আক্রান্ত হয় ৩ লাখের বেশি মানুষ ও মারা যায় ১ হাজার ৭০৫ জন। সেটাই ছিল দেশে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ঘটনা।
এরপর ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
