মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশ: ২০:১৪, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৯, ২ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজন মারা গেছে। এটি চলতি মাসের গত দুই দিনে প্রথম মৃত্যু।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ১৬২ জন। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল পাঁচজন ও ভর্তি রোগী ১ হাজার ৮১৩ জন।

রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৬১ জন ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮, রাজশাহী বিভাগে ৯৮, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩২ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন ও মারা গেছে ২৮৩ জন।

এ বছর অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন ও মারা গেছে ৮০ জন। মৃত্যু ও রোগীর এই সংখ্যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রোগী ও মৃত্যু ছিল সেপ্টেম্বরে, যথাক্রমে ১৫ হাজার ৮৬৬ জন ও ৭৬ জন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার