মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশ: ২০:১৪, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৯, ২ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজন মারা গেছে। এটি চলতি মাসের গত দুই দিনে প্রথম মৃত্যু।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ১৬২ জন। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল পাঁচজন ও ভর্তি রোগী ১ হাজার ৮১৩ জন।

রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৬১ জন ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮, রাজশাহী বিভাগে ৯৮, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩২ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন ও মারা গেছে ২৮৩ জন।

এ বছর অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন ও মারা গেছে ৮০ জন। মৃত্যু ও রোগীর এই সংখ্যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রোগী ও মৃত্যু ছিল সেপ্টেম্বরে, যথাক্রমে ১৫ হাজার ৮৬৬ জন ও ৭৬ জন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা