ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৪, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৯, ২ নভেম্বর ২০২৫
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজন মারা গেছে। এটি চলতি মাসের গত দুই দিনে প্রথম মৃত্যু।
এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ১৬২ জন। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল পাঁচজন ও ভর্তি রোগী ১ হাজার ৮১৩ জন।
রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৬১ জন ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮, রাজশাহী বিভাগে ৯৮, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩২ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন ও মারা গেছে ২৮৩ জন।
এ বছর অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন ও মারা গেছে ৮০ জন। মৃত্যু ও রোগীর এই সংখ্যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রোগী ও মৃত্যু ছিল সেপ্টেম্বরে, যথাক্রমে ১৫ হাজার ৮৬৬ জন ও ৭৬ জন।
