সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০, ৩ নভেম্বর ২০২৫
সুন্দরবনের দুবলার চরে আজ ভোর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। চাঁদপাই ও ঢাংমারী বন স্টেশন থেকে পাস নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা যাত্রা করেছেন পূণ্যস্নান ও পূজার উদ্দেশ্যে।
সোমবার রাতে আলোরকোলে অস্থায়ী মন্দিরে রাধা-কৃষ্ণের রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বুধবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে শেষ হবে এ ধর্মীয় আয়োজন।
করোনার পর থেকে রাস উৎসবে সাধারণ পর্যটক ও অন্যান্য ধর্মাবলম্বীর প্রবেশ বন্ধ রয়েছে। এবছরও শুধুমাত্র হিন্দু পূণ্যার্থীদের পূজা ও স্নানের অনুমতি দেওয়া হয়েছে। বনবিভাগ জানায়, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য রোধে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
প্রতি পুণ্যার্থীর জন্য তিন দিনের রাজস্ব ৭৫ টাকা, নিবন্ধিত ট্রলারের জন্য ৩০০ টাকা, অনিবন্ধিত ট্রলারের জন্য ১,০০০ টাকা এবং প্রতিদিনের অবস্থান ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট রুটে যাতায়াতের অনুমতিসহ কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগে।
১৮শ শতকের শেষভাগে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসীর হাত ধরে শুরু হয় এই রাস পূজা। সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে উপকূলের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এখন এটি পরিচালনা করে দুবলা ফিশারমেন গ্রুপ, যাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন—৩ নভেম্বর থেকে মূল পূজাস্থলে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং ৫ নভেম্বর ভোরে পুণ্যস্নান শেষে ভক্তরা নিজ নিজ গন্তব্যে ফিরবেন।
উৎসব ঘিরে বনবিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, যাতে সুন্দরবনের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে।
