সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

কুতুপালংয়ে পাহাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৪:২৫, ৩ নভেম্বর ২০২৫

কুতুপালংয়ে পাহাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পিএফ পাহাড় এলাকা থেকে মান্না বড়ুয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাঁশঝাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত মান্না বড়ুয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পিএফ পাড়া এলাকার সুধীর বড়ুয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় স্থানীয়রা পাহাড়ে বাঁশঝাড়ের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মান্নার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মান্না বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তবে পারিবারিক বা সামাজিক কোনো বিরোধের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “মান্না খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। কী কারণে এমন করল, তা কেউই বুঝতে পারছে না।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা