নোয়াখালীর ৬ আসনে বিএনপির প্রার্থী যারা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২১:২৪, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩১, ৩ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের সবকটিতেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নোয়াখালীর ৬টি আসনের প্রার্থীদের নাম রয়েছে।
নোয়াখালীর ৬ আসনে বিএনপির প্রার্থী
নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী): ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক): জয়নুল আবদীন ফারুক
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): বরকত উল্লা বুলু
নোয়াখালী-৪ (সদর–সূবর্ণচর): আলহাজ মোহাম্মদ শাহজাহান
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক): মোহাম্মদ ফখরুল ইসলাম
নোয়াখালী-৬ (হাতিয়া): মাহবুবের রহমান শামিম; তিনি চাকসুর সাবেক এজিএস ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমরা যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করব। প্রয়োজনে কিছু আসনে পরিবর্তনও আসতে পারে।”
তিনি আরও যোগ করেন, “এখন যে তালিকা ঘোষণা করা হয়েছে, সেটি সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটি যেকোনো সময় সংশোধন করতে পারে।”
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় গুলশান কার্যালয়ে। পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে সংগঠন ও প্রার্থী প্রস্তুতিতে জোর দিচ্ছে বিএনপি।
