গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে: হাসনাত আবদুল্লাহ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৩, ২ নভেম্বর ২০২৫
হাসনাত আবদুল্লাহ / ফাইল ছবি
জুলাই সনদ বাস্তবায়ণে গণভোটের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে আদেশ নিলে জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে।”
রবিবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির বরিশাল জেলা ও মহানগর কমিটির সমন্বয় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, “যিনি ফ্যাসিবাদের প্রতীক ‘চুপ্পু’, তার কাছ থেকে যদি অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয়, সেটিই হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক। কোনো অধ্যাদেশ নয়, অর্ডার জারি করতে হবে—এবং সেটি অবশ্যই প্রধান উপদেষ্টার মাধ্যমেই।”
এনসিপির ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে- জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “আমরা এমন সাংগঠনিক নীতি তৈরি করছি, যাতে ৩০০ আসনেই আমাদের উপস্থিতি থাকে। আমরা চাই, সংস্কারের পক্ষে যারা, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়েছেন—তাঁরাই হোন এনসিপির প্রকৃত সহযোদ্ধা।”
