কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:২৩, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:২৬, ২ নভেম্বর ২০২৫
কেনিয়ার রিফট উপত্যকার এলগেও মারাকওয়েট এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিনের ভারি বর্ষণের পর ওই এলাকায় পাহাড় ধসে ঘরবাড়ি ও সড়কপথ তলিয়ে যায়। রাজধানী নাইরোবি থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে উদ্ধার তৎপরতা চলছে।
মন্ত্রী মুরকোমেন বলেন, গুরুতর আহত ২৫ জনকে হেলিকপ্টারে করে এলডোরেটে নেওয়া হয়েছে বিশেষায়িত চিকিৎসার জন্য। তিনি জানান, এখনো নিখোঁজ অন্তত ৩০ জনের সন্ধানে সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অভিযান চালাচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতে কেনিয়ার বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
