সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

প্রিন্স উইলিয়ামের ‘সবুজ পৃথিবীর’ টিজার প্রকাশ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:২৫, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০০, ২ নভেম্বর ২০২৫

প্রিন্স উইলিয়ামের ‘সবুজ পৃথিবীর’ টিজার প্রকাশ 

ছবি: আর্থশট প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম পরিবেশ সুরক্ষায় তার উচ্চাভিলাষী উদ্যোগ ‘দ্য আর্থশট প্রাইজ’–এর পঞ্চম আসরের সবচেয়ে বড় টিজার প্রকাশ করেছেন। রবিবার প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ৫ নভেম্বর হবে এ বছরের জমকালো “অর্থশটপ্রাইজ অ্যাওয়ার্ডস ২০২৫—যা বিশ্বের সেরা পরিবেশবান্ধব উদ্ভাবনগুলোর স্বীকৃতি দেবে।

প্রিন্স উইলিয়ামের উদ্যোগে শুরু হওয়া এই পুরস্কার অনুষ্ঠানকে বলা হয় ‘সবুজ কার্পেট ইভেন্ট’, যেখানে প্রকৃতি রক্ষায় কাজ করা অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ও সংগঠনগুলোকে সম্মান জানানো হয়। এবারের আসরে পাঁচটি মূল লক্ষ্যকে সামনে রাখা হয়েছে—

১️. প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার,
২️. পরিচ্ছন্ন বাতাস,
৩️. মহাসাগর পুনরুজ্জীবন,
৪️. বর্জ্যমুক্ত পৃথিবী গঠন,
৫️. জলবায়ু সংকট মোকাবিলা।

প্রকাশিত ভিডিওটিতে গত চার বছরের পুরস্কার আসরের অনন্য মুহূর্তগুলো দেখানো হয়েছে। ক্যাপশনে লেখা ছিল—“গত চার বছরের উচ্ছ্বাসের দিকে ফিরে দেখা, যখন আমাদের অতিথিরা বিশ্বের উজ্জ্বল উদ্ভাবকদের সঙ্গে একত্রিত হয়েছিলেন—এটাই আর্থশটের স্পিরিট।”

আর্থশট প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, “এই পাঁচটি লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য তৈরি, যাতে পৃথিবীকে অপরিবর্তনীয় ক্ষতির আগে পুনরুদ্ধার করা যায়। প্রতি বছর ১৫ জন ফাইনালিস্টের মধ্যে পাঁচজন বিজয়ীকে আর্থশট প্রাইজ প্রদান করা হয়—প্রতিটি লক্ষ্য অনুযায়ী একজন করে।”

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই উদ্যোগ ইতিমধ্যে ৫ হাজার ৬৬৯টিরও বেশি সমাধান মূল্যায়ন করেছে, ৭৫ জনের বেশি ফাইনালিস্টকে অনুপ্রাণিত করেছে এবং ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে—যারা সবাই বিশ্বব্যাপী টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছেন।

এবারের আসরে যুক্ত থাকবেন বিশ্বখ্যাত পরিবেশ রক্ষক, উদ্ভাবক এবং তরুণ নেতারা। রাজকীয় এই পুরস্কারটি পরিবেশ সুরক্ষায় মানবজাতির অন্যতম বড় আশাবাদী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা