সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩০, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫০, ২ নভেম্বর ২০২৫
হাসনাত আবদুল্লাহ / ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। সংস্কার সম্পন্ন হলে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোলার সাত উপজেলার নেতা-কর্মীদের নিয়ে এনসিপির জেলা সমন্বয় সভা করেন তিনি। এতে সভাপতিত্ব করেন এনসিপির জেলা সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম (শাহিন), যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহমুদা আলম (মিতু), যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ (শান্ত), কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন (ফয়সাল), সদস্য রফিকুল ইসলাম (কনক) ও আবু সাঈদ (মুসা) প্রমুখ।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, “যেমন এই সমন্বয় সভা না হলে প্রেস কনফারেন্স হতো না, তেমনি সংস্কার না হলে নির্বাচনও হতে পারে না। সরকারের হাতে সংস্কারের ম্যান্ডেট আছে। তাই সংস্কার যথাসময়ে শেষ হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “যারা এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নিয়ে সন্দেহ তৈরি করতে চায়, তারাই নির্বাচনের সময় পেছাতে চায়। আমরা চাই সময়মতো ভোট হোক—ফেব্রুয়ারিতেই।”
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আমরা উচ্চকক্ষে পিআর চাই, তবে জামায়াতের মতো নয়। বাংলাদেশের পুনর্গঠনে ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা রক্ত দিয়েছেন, গুম-হত্যার শিকার হয়েছেন। তাদের রক্ত ও ত্যাগকে অসম্মান করা মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
সভায় জেলার নানা সমস্যা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সাংগঠনিক সমস্যা শুনেছি, সমাধানের পথও নির্ধারণ করেছি। শিগগির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “ভোলার নদীভাঙন রোধ, গ্যাস ব্যবহার করে শিল্প স্থাপন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, চিকিৎসক সংকট ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়গুলো আমরা সরকারের কাছে তুলে ধরব। এনসিপি এসব দাবিতে ভোলাবাসীর পাশে থাকবে।”
