ইছামতিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙাশ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২১:২৩, ২ নভেম্বর ২০২৫
বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ।ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীতে বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙাশ মাছ। অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২) প্রতিদিনের মতো রবিবার দুপুরেও বড়শি হাতে নদীতে গিয়েছিলেন, কিন্তু দিনটি হয়ে উঠলো তাদের জীবনের সেরা মাছ ধরার দিন।
নদীতে বড়শি ফেলার কিছুক্ষণের মধ্যেই বিল্লালের হুইলে (বড়শিতে) তীব্র টান পড়ে। শুরু হয় এক রোমাঞ্চকর লড়াই। প্রায় ২০ মিনিটের টানাপোড়েন শেষে তিনজনের সহযোগিতায় মাছটি তীরে তোলা হয়।
নদীর পাড়ে মুহূর্তেই জড়ো হয় কৌতূহলী মানুষজন। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। ওজন নিয়ে চলে তর্ক-বিতর্ক। অবশেষে ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি।
শেষ পর্যন্ত স্থানীয় ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি ভাগ করে নেন। বিল্লাল ও রহিমের পকেটে আসে প্রায় ৪,৮০০ টাকা।
উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন,“আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতিতে যাই। কিন্তু এত বড় মাছ জীবনে প্রথম পেলাম। এ বছর নদীতে মাছ বেশ ভালো ধরছে।”
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন,“নদীতে বড়শি দিয়ে মাছ ধরা আইনসঙ্গত। এত বড় পাঙাশ সাধারণত উজানের পানিতে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এমন সাইজের মাছ সচরাচর পাওয়া যায় না।”
ইছামতি নদীতে বহু বছর পর এমন বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এই দৃশ্য যেন ফিরিয়ে এনেছে এক সময়ের প্রাণবন্ত ইছামতি নদীর পুরনো স্মৃতি।
