সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

প্রার্থীর নির্বাচনী খরচ সরকার বহন করলে কালো টাকার দৌরাত্ম্য কমবে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩:০১, ২ নভেম্বর ২০২৫

প্রার্থীর নির্বাচনী খরচ সরকার বহন করলে কালো টাকার দৌরাত্ম্য কমবে

ঝালকাঠি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: এবি পার্টি

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, `দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না, বরং তা দুর্নীতির নতুন পথ খুলে দেবে।‘

আজ রবিবার ঝালকাঠি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অংশ নেন। 

তিনি আরও বলেন, বর্তমানে ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই যথাযথভাবে পরিচালিত হচ্ছে না, সেখানে আরও ১০০ আসন যোগ হলে সংসদ ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হবে।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, `আমাদের দেশে সৎ মানুষ রাজনীতিতে আসে না, কারণ তাদের কালো টাকা নেই। ভোটারদেরও অনৈতিক সুবিধা না নিতে শিখতে হবে।

চায়ের দোকানে কারও কাছ থেকে কিছু খেলে বা সুবিধা নিলে তারা নিজেরাই সৎ রাজনীতিকে বাধাগ্রস্ত করছে।‘

তিনি অভিযোগ করেন, বাস্তবে একটি সংসদীয় আসনে নির্বাচনের দিনেই প্রায় এক কোটি টাকার বেশি খরচ হয়, অথচ নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য ২৫ লাখ টাকার সীমা নির্ধারণ করেছে। এ প্রেক্ষাপটে তিনি প্রস্তাব দেন, `রাষ্ট্র যখন কোটি কোটি টাকা অন্য খাতে খরচ করতে পারে, তখন গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে খরচ করতেও পারে। তাই রাষ্ট্রকেই নির্বাচনের ব্যয় বহন করা উচিত।‘

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, `দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসিকে কেউ প্রশ্ন করেনি তারা থাকবে কি থাকবে না, অথচ আওয়ামী লীগ নির্বিচারে হত্যা, গুম, গণহত্যা করেও এখনও টিকে আছে। তারা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না। তারা দেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছে, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা দুর্বল করেছে।‘

সভায় এবি পার্টির ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেনকে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। পাশাপাশি ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য ও নদীভাঙন রোধে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন ফুয়াদ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, ঝালকাঠি জেলার আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম, বরিশাল জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ, রায়হান উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা