সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

অন্য দেশে সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৩৬, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪১, ২ নভেম্বর ২০২৫

অন্য দেশে সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। ছবি: এবিসি নিউজ

দীর্ঘ কয়েক দশক ধরে অন্য দেশে সরকার পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থা চাপিয়ে দেওয়ার (রেজিম চেঞ্জ) নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় সেই যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনের মানামায় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘মানামা সংলাপে’ অংশ নিয়ে তুলসী বলেন, “ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে এক মৌলিক পরিবর্তন এসেছে। আমরা এখন আর অন্য দেশে সরকার উৎখাতের নীতি অনুসরণ করছি না।”

গ্যাবার্ডের এ মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের বক্তব্যের প্রতিধ্বনি বলেই মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এখন মানবাধিকার ও গণতন্ত্র প্রচারের বদলে “অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা”কে অগ্রাধিকার দিচ্ছে।

গ্যাবার্ড বলেন, “দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এক ব্যর্থ চক্রে ঘুরপাক খাচ্ছিল। অন্য দেশের সরকার উৎখাত, নিজেদের ব্যবস্থা চাপিয়ে দেওয়া, আর সীমিত জ্ঞানে বিদেশি সংঘাতে জড়িয়ে পড়া—এসবের ফলে আমাদের মিত্রের চেয়ে শত্রুই বেড়েছে।”

হাওয়াইয়ের সাবেক কংগ্রেস সদস্য ও সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা গ্যাবার্ড আরও বলেন, “এই ব্যর্থ নীতির কারণে ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, আর আইএসআইএসের মতো উগ্রপন্থী সংগঠনের উত্থান ঘটেছে।”

ট্রাম্প প্রশাসনের সেই অবস্থানকেও তিনি স্মরণ করিয়ে দেন, যেখানে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর শুরু হওয়া মার্কিন যুদ্ধনীতির পুনর্মূল্যায়ন করা হয়। তার প্রথম মেয়াদেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রমেত্যাহারের চুক্তি হয়, যা বাস্তবায়িত হয় বাইডেন প্রশাসনের সময়ে।

এ ছাড়া সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল ‘নতুন অধ্যায়ের সূচনা’। গ্যাবার্ড অবশ্য দক্ষিণ আমেরিকায় মাদকবিরোধী অভিযানের নামে মার্কিন নৌবাহিনী মোতায়েন বা ভেনেজুয়েলায় গোপন অভিযান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

গ্যাবার্ড বলেন, “মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নতুন নীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখে। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গুর, ইরান আবার পারমাণবিক স্থাপনাগুলোয় কার্যক্রম শুরু করেছে। তবু প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন দৃষ্টিভঙ্গিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা