মন্টেসিতোতে হ্যারি-মেগানের ছবি ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:১৯, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪২, ২ নভেম্বর ২০২৫
সোফায় মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি। ছবি: ইন্সটাগ্রাম
রাজপরিবার থেকে দূরে সরে এসে ক্যালিফোর্নিয়ার শান্ত শহর মন্টেসিতোতে যে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি।তারই এক মধুর ঝলক এবার প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়। মেগান নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে দেখিয়েছেন, কেমন কাটছে তাদের ঘরোয়া সময়।
ভিডিওটিতে দেখা যায়, রাজদম্পতির ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল বাড়ির ভেতর একটি হোম সিনেমা সেটআপ, যেখানে প্রিন্স হ্যারি (রিপোর্টে ভুলবশত প্রিন্স অ্যান্ড্রু লেখা হয়েছে) আরাম করে বসে আছেন এক নরম সোফায়। কিছু সময় পর অফ-স্ক্রিন থেকে মেগান ছুটে এসে হাসিমুখে হ্যারিকে আলিঙ্গন করেন। দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে।
ভিডিওর পেছনে মেগানের বন্ধু কেলি ম্যাকি জায়ফেনকেও দেখা যায়, যিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “ওহ মাই গড!” তাদের হাস্যোজ্জ্বল মুহূর্তে অনুরাগীদের মন্তব্য—‘এ যেন এক রাজকীয় অথচ ঘরোয়া ভালোবাসার প্রতিচ্ছবি।’

সূত্রে জানা গেছে, ভিডিওটি ধারণের সময় তারা সম্ভবত ওয়ার্ল্ড সিরিজ বেসবল ফাইনাল দেখছিলেন, যেখানে লস অ্যাঞ্জেলেস ডজার্স জয়লাভ করে। মেগানের বন্ধু কেলি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও শেয়ার করেছেন, যা রাজদম্পতির ঘরোয়া জীবনকে নতুনভাবে আলোচনায় এনেছে।
মেগান ও হ্যারি রাজপরিবার ছাড়ার পর থেকে ক্যালিফোর্নিয়ার এই বাড়িতেই তাদের সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে বসবাস করছেন। তাদের জীবনযাপন, সামাজিক উদ্যোগ ও মিডিয়া উপস্থিতি প্রায়ই বিশ্বমাধ্যমের নজরে আসে।
এই নতুন ভিডিও সেই কৌতূহল আরও বাড়িয়েছে—রাজকীয় জাঁকজমকের বাইরে মেগান-হ্যারি ঠিক কেমন জীবন কাটান, সেটির এক উষ্ণ, মানবিক আভাসই যেন মিলল এতে।
