মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:২৫, ২ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
মেক্সিকোর সোনোরা অঙ্গরাজ্যের রাজধানী হারমোসিলোতে এক বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরের কেন্দ্র। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুরে ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটের ভেতর ঘটে বিস্ফোরণ, যাতে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিস্ফোরণের পরপরই পুরো মার্কেট প্রাঙ্গণে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে,সুপারমার্কেটের সামনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত, ভেঙে পড়েছে জানালা ও দেয়ালের একাংশ। পাশের দোকানগুলো আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি করে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেছেন, “দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।” তিনি জানান, আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটির কারণ উদ্ঘাটনে স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গভর্নর আরও বলেন, “কেউ এই বেদনা একা বহন করবে না। প্রথম মুহূর্ত থেকেই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”
স্থানীয় জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে এটি কোনো সন্ত্রাসী হামলা বা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা নয়। তদন্তকারীরা ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক ত্রুটি থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে।
ঘটনার সময় মেক্সিকোতে চলছিল ডে অব দ্য ডেড (মৃতদের স্মরণ দিবস) উৎসব, যেদিন হাজারো পরিবার প্রয়াত স্বজনদের স্মরণে বিভিন্ন আয়োজন করে। আনন্দঘন সেই দিনটি মুহূর্তে পরিণত হয় গভীর শোকে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্স এ এক শোকবার্তায় নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, “হারমোসিলোর মানুষের প্রতি আমি একাত্মতা জানাই। তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হবে।”
